সংবাদ বিজ্ঞপ্তিঃ টেকনাফের সাবরাংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওসমান হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী ও সাঃ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ভিন্ন দল ও মতের অনুসারী হলেও ওসমান একজন প্রতিবাদী ছেলে ছিলেন, যা বর্তমান যুগে নেতৃবৃন্দের মধ্যে খুব কমই পরিলক্ষিত হয়। এমন একজন প্রতিবাদি ছেলেকে দিনদুপুরে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে হামলা ও হত্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এহেন পরিস্থিতি চলতে থাকলে যে দলের বা মতের হোক কেউ নিরাপদ নয়। আমরা এহেন মর্মান্তিক ও ন্যাক্ষার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তুির দাবি জানাচ্ছি। সাথে সাথে টেকনাফ উপজেলা প্রশাসনকে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহবান জানাচ্ছি, যাতে ওসমানের মত আর কোন উদীয়মান তরুণ প্রতিবাদী যুবককে হারাতে না হয়। সেই সাথে ওসমাম হত্যাকান্ডকে পুঁজি করে কোন কুচক্রী মহল যাতে ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এলাকার সাধারণ জনগন ও ভিন্ন মত দলের নিরহ লোকজনকে হয়রানি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে টেকনাফ উপজেলা প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।
আল্লাহ ওসমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।