মোঃ শরিফ মিয়া ইসলাম পুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের অভ্যান্তরীন আমন সংগ্রহ ২০২০-২০২১ইং শুভ উদ্বোধন করেছেন মাননীয় ধর্ম প্রতিন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান এমপি।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রবিবার সকালে অভ্যান্তরীন আমন সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা আক্তার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুল আলমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, গত নভেম্বর মাস হতে অভ্যান্তরীন আমন সংগ্রহ শুরু হয়েছে; আগামী ২৮ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। এবার চাল সংগ্রহের লক্ষমাত্রা ১১৯৭মেট্রিকটন, ধান সংগ্রহের লক্ষা মাত্রা ৩০৯মেট্রিক টন এবং আতপ চাল ১৭মেট্রিক টন। প্রতিকেজি চালের সরকারি ক্রয় মূল্য ধরা হয়েছে ৩৭ টাকা এবং ধান ২৬ টাকা এবং আতপ কেজি ৩৬ টাকা।
উল্লেখ্য যে, উপজেলার ৫৪টি মিলের মধ্যে মেসার্স শাহ আলম, মোসার্স খাদিজা ও মেসার্স একতা অটো রাইস মিলসহ মাত্র তিনটি মিল খাদ্যগুদামে মাত্র ১৩৪টন চাল সর্বরাহের চুক্তি করেছে। এছাড়াও মেসার্স শাহ আলম রাইস মিল ৯টন আতপ চাল সর্বরাহের চুক্তি করেছে। জানা গেছে, বাজার মূল্যের চেয়ে সরকারি চালক্রয়ের মূল্য কম হওয়ায় উপজেলা চাউলকল মালিকরা খাদ্যগুদামে চাল সর্বরাহের চুক্তি করেনি। ফলে এই মৌসুমে অভ্যান্তরীন আমন সংগ্রহ লক্ষমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।