ডেস্ক রিপোর্টঃ ২০২০ সাল পৃথিবীর অধিকাংশ লোকের কাছেই ছিলো অভিশপ্ত একটি বছর। করোনাভাইরাস মহামারির কারণে বছরের পুরোটাই ছিলো বিধ্বংসী এক বছর। সারা বিশ্বের মত বাংলাদেশকেও বিপর্যস্ত করেছে এই ভাইরাস। থমকে যায় মুজিববর্ষের ব্যাপক আয়োজন। বছর জুড়ে কয়েকটি ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ হয়েছে মানুষ, ধর্ষণের সাজা করা হয়েছে মৃত্যুদণ্ড। তাছাড়া মেজর সিনহার হত্যাকাণ্ড, বুড়িগঙ্গায় লঞ্চডুবি, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ,ভাস্কর্য ইস্যুতে উত্তাল ছিলো দেশ।
মহামারি করোনাভাইরাস
বছরের শুরুতেই আতঙ্ক ছড়িয়ে পৃথিবীতে আগমন ঘটে এক অজানা ভাইরাস মহামারি করোনা। চীন থেকে শুরু হয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। মার্চের ৮ তারিখে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের নিয়মিত ব্রিফিং এর জানানো হয় বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর খবর। ইন্সটিটিউটের তৎকালীন পরিচালক মেহেরজাদী সেব্রিনা ফ্লোরা জানান “এতদিন আপনাদের যা বলে এসেছি আজ আর তা বলতে পারছি না। বাংলাদেশে তিনজন সনাক্ত হয়েছে।