সাগর চক্রবর্তী কমল,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আলিম পর্যায়ের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নূরানী বিভাগের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং ২০২১ সালের বিভিন্ন শ্রেণিতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
শনিবার ২রা জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার হল রুমে অত্র মাদরাসায় গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোর্শেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন কার্যক্রমে প্রধান অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:সামছুল হক বক্তব্য রাখেন।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো:সলিম উল্যাহ্। মাদরাসার উপাধ্যক্ষ ও নূরানী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো:হানিফুর রহমান ও ,মাদরাসা গভর্ণিং বডির সদস্য মো:আব্দুল কাদের,প্রমুখ বক্তব্য পেশ করেন।
স্বাগত বক্তব্যে অত্র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো:সলিম উল্যাহ্ বলেন,করোনার প্রাদুর্ভাবে শিক্ষাখাতে বেশ অপুরনীয় ক্ষতি হয়েছে,কিছুটা ক্ষতি পোষাতে সরকারের ঘোষনা অনুযায়ী আমরা প্রায় শতভাগ শিক্ষার্থীদের কাছ থেকে এ্যাসাইনমেন্ট আদায় করতে সক্ষম হয়েছি,একই সাথে অত্র মাদরাসায় একটি নূরানী বিভাগের বেশ চাহিদা রয়েছে অনুভব করে এ বিভাগ টি খোলা হয়েছে। এ বছর শুভেচ্ছাস্বরুপ সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী সম্পুর্ণ ফ্রি দেয়া হচ্ছে এসব কর্মকান্ডে সম্পুর্ণ অবদান রেখেছেন অত্র মাদরাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন।
নূরানী শিক্ষা সম্প্রসারনের মাধ্যমে অত্র মাদরাসায় ধর্মীয় শিক্ষার নতুন কপাট বিস্তৃত করা হয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন,ধর্মীয় শিক্ষা হচ্ছে ইসলামের মুল চালিকা শক্তি তাছাড়া প্রতিটি মুসলমানের ধর্মীয় জ্ঞান অর্জন করা উচিত। নৈতিক, আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোন বিকল্প নেই।
একই সময় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন অতিথীরা এবং ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নূরানীর শিক্ষা সামগ্রী ও অন্যান্য শ্রেণির বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার গভর্ণিং বডির সদস্য মো: জাহিদুল ইসলাম,বাংলা প্রভাষক মো: আফজালুর রহমান,সহকারি মৌলভী মো.নজির আহাম্মেদ,সহকারি শিক্ষক মো: শাহা আলম, রফেজা বেগম ছাড়াও নুরানী বিভাগের সিক্ষার্থী অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।