এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃ আজ ১ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনামতে সারা বাংলাদেশের সকল জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নূতন বিতরণ করা হয়।
“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
আজ পহেলা জানুয়ারি শুক্রবার অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বই বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, “করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতেও বছরের প্রথম দিনেই বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রতিষ্ঠান না খুললে অনলাইনে চলবে আমাদের শিক্ষা কার্যক্রম।”
নতুন বই হাতে পেয়ে অনেকেই নিজের অভিব্যক্তি প্রকাশ করে। করোনাকালীন দীর্ঘ বন্ধে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে। এমতাবস্থায় স্কুলে এসে নতুন বই গ্রহণ করতে পেরে তাদের মধ্যে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।
দেশের সব স্কুলশিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে এবার বইয়ের প্রচ্ছদে নতুনত্ব আনা হয়েছে। পাঠ্যপুস্তকের পেছনের (ব্যাক পেজ) মলাটে বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন স্থিরচিত্র ক্যাপশনসহ সংযোজন করা হয়েছে।
সকল শিক্ষার্থী আবারো শিক্ষা প্রতিষ্ঠানে এসে স্বাচ্ছন্দ্যে শিক্ষা লাভ করবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যেরকম আনন্দিত, প্রতিষ্ঠান না খুললে তাদের এ আনন্দ পূর্ণতা পাবে না বলেও মনে করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।