প্রেস বিজ্ঞপ্তিঃ ২০২১ নতুন বছর আগমন উপলক্ষে রুমাবাসী সকল জনগোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী দের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন বছর উপলক্ষে লোঙা খুমী এক বাণীতে রুমা সর্বস্তরের জনগোষ্ঠীদের জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমন ঘটায় / বার্তা আমাদের অনুপ্রেরণা করে, তেমনি অতীত-ভবিষ্যত সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যায় ।আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক মনোভাব ধারন করে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে নিয়ে এক সম্প্রীতি অটুট রাখতে শপথ নিই । বাংলাদেশ বিশ্ব মডেলের বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করি। নতুন বছরের সকল জাতিসত্তার ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সৌহার্দ্য বন্ধন অটুট থাকুক ।