সোহেল বড়ুয়া রামু প্রতিনিধিঃ আজ ২ই জানুয়ারি কক্সবাজার-রামুর সকলের প্রান প্রিয় নেতা জনাব, সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয়ের ৫০ তম শুভ জন্মদিন।
আজ এই দিনে জনাব, সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-রামুর সকল জনগণের কাছে দোয়া এবং ভালবাসা কামনা করেছেন।
জনাব সাইমুম সরওয়ার কমল বলেছেন, আমি কক্সবাজার-রামু জনগনের প্রতি বর্তমান যেভাবে ভালোবেসে যাচ্ছি ভবিষ্যতে এর চাইতে অফুরন্ত ভালোবাসা থাকবে/থেকে যাবে।
এবং আপনারা (কক্সবাজার-রামুবাসী) আমাকে যেভাবে অফুরন্ত ভালবাসা এবং দোয়া করে আসছেন, আমি আশা করছি আপনারা আগামীতেও এভাবে আমার প্রতি ভালোবাসা চিরদিন থাকবে/থেকে যাবে।
জনাব সাইমুম সরওয়ার কমল, আরো বলেছেন আমি এখন আপনাদের সুখ-দুঃখে যেভাবে পাশে আছি তেমনি ভাবে সারা জীবন আপনাদের সুখ দুঃখে পাশে থাকব এবং থেকে যাব।
এই বলে কক্সবাজার এবং রামু বাসীর কাছ থেকে ভালবাসা এবং দোয়া চেয়েছেন।
শুভ জন্মদিন কক্সবাজার সদর – রামুর গণমানুষের প্রিয়নেতা
পরিচ্ছন্ন রাজনীতিবিদ,প্রিয় কক্সবাজারের অভিভাবক সংগ্রামী
জননেতা আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল এম.পি (কক্সবাজার ৩)