বোয়ালখালী প্রতিনিধি ঃ চট্টগ্রাম বোয়ালখালী চরখিজিরপুর আদালতে আদেশ অমান্য করে নিরীহ ব্যাক্তির ভিটা বাড়ীর ওপর জবর দখল করে বিল্ডিং নির্মাণের চেষ্টা।
বোয়ালখালী থানাধীন চরখিজিরপুর ০৭ নং ওয়ার্ড আমীর ব্যাপারীর বাড়ীতে নিরীহ মোঃ নুরুল আবছারের বাড়ি ভিটা জবর দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে সন্রাসীরা খবর পাওয়া গেছে।
আরো জানা যায়, আদালতের আদেশ অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে প্রতিকার প্রার্থনা করে মোঃ নুরুল আবছার ০৯/১২/২০২০ ইং বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারা আইনে পার্শ্বেবতী প্রতিপক্ষ(১)মোঃ আহাম্মদ নুর পিতাঃ মৃত মোঃ আবদুর রশিদ(২) জহির আহাম্মদ(৩)মনির আহাম্মদ(৪) জাগির আহাম্মদ(৫)মোঃ খায়ের আহাম্মদ সহ ৬ জনের বিরুদ্ধে মিস মামলা দায়ের করেন যাহার মামলা নং ১৩১৮/২০২০ইং।
#আদালত নালিশী তফশিলের ভুমিতে পক্ষদ্বয় কে শান্তি শৃখলা স্থিতিবস্থা বজায় রাখার জন্য মাননীয় আদালত বোয়ালখালী থানার ওসি’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ে জোরে বহিরাগত সন্রাসী দলবল নিয়ে মোঃ নুরুল আবছারের বাড়ি ভিটা দখলে নেওয়ার জন্য দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মোঃ নুরুল আবছার জানান।
#বোয়ালখালী থানা সুত্রে জানা গেছে, গত ২৬/১২/২০২০ইং মোঃ নাসির (ভাঙ্গা নাসির) পিতাঃমৃত ইউছুপ মেম্বার সাং মৌলানা নুর মোঃ হুজুরের বাড়ী,পূর্ব শাকপুরা, বোয়ালখালী, মামলার বাদী মোঃ নুরুল আবছার এর নিকট হইতে সুকৌশলে শালিসী বৈঠক নামে অযুহাত দেখাইয়ে তিনটা ১০০শত টাকা করে ৩০০শত টাকার খালি স্টাম্প স্বাক্ষার করে স্টাম্প নং ০০২৩৯২০/০০২৩৯২১/০০২৩৯২২ এসুযোগে বাড়ীর ভিটার ওপর জোরপুর্বক বিল্ডিং নির্মাণ কাজ করছে এব্যাপারে বোয়ালখালী থানায় আজ ০২/০১/২০২১ইং সাধারন ডায়েরী করেন যাহার ডায়েরী নং ৫৮।
প্রতিপক্ষরা তাদের জায়গা দখল নিতে হত্যার হুমকি সহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে মোঃ আবছার বোয়ালখালীর মাননীয় সাংসদ, উপজেলা নির্বাহী অফিসার ও উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ নুরুল আবছার।