রিপেন চাকমা: বিশ্ব মহামারী নোবেল করোনা ভাইসারের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সারা দেশের ন্যায় জুরাছড়ি উপজেলায়ও সকল বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ।
এতে নতুন বই পেয়ে খুশিতে বাড়ী ফিরলেন শিক্ষার্থীরা। সামিরা মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নতুন বই পাওয়ার আশায় সকাল থেকে বিদ্যালয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থী ও অভিভবিকরা।
সামিরামূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের সময় শিক্ষকরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- বাংদেশের বর্তমান সরকার যেভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যত প্রজন্ম হতে একজন দেশের গর্বিত সন্তান গড়ে তুলে দেশ এবং মানবতা কল্যাণের জন্য কাজ করতে পারে সেভাবে আপনাদের শিশুদের সুশিক্ষা দেওয়ার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
জুরাছড়ি উপজেলায় মোট ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মুটোফোনে জানা যায়, ৪নং দুমদুম্যা ইউনিয়নের অধীন কুলুকপানি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাকশা তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি, মৈদং, বনযোগীছড়া ইউনিয়নের চকপতি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যাল ও অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।