আমির হোসেন, ঝালকাঠিঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন তাদের। এ লক্ষ্য নিয়েই ঝালকাঠির নলছিটিতে বিডি ক্লিন সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে এই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরুহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার তথ্য প্রযুক্তি সম্পাদক অরবিন্দ পোদ্দার তপু, ক্রিড়া প্রেমি জে, এইস শুভ প্রমুখ।
উদ্বোধন শেষে বিডি ক্লিন নলছিটি শাখার সদস্যরা উপজেলার চায়না মাঠে ঘন্টাব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কাজ অংশ নেন। এসময় বিডি ক্লিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সমন্বয়ক দেবাশীষ দাস, সমন্বয়ক মার্জান খান, সহ সমন্বয়ক রাউসুল হাসান রবীন, সমন্বয়ক লজিস্টিক রায়হান, আইটি এ্যান্ড মিডিয়া শান্ত গাজী, রায়হান চৌধুরী, ইভান খান, নয়ন কুমার দাস, শেখ সামিউ, ইয়াসিন, জিতু, সুমি আক্তার, নাহিদসহ আরো অনেকে।