বিশেষ প্রতিনিধি টাংগাইলঃ টাংগাইল জেলার সদর উপজেলায় বেবিস্ট্যান্ড এলাকায় আজ ০১ জানুুয়ারি ২০২১ শুভ উদ্বোধন হলো। এখানে উপস্থিত ছিলেন প্যারেন্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো রাসেল মাহমুদ, চেয়ারম্যান আলহাজ্ব আমির উদ্দিন ,পরিবারবর্গ, ১১ নং কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম আল আমিন, মোমিনুল ইসলাম মোমিন, হেলাল আহমেদ, হাফিজুর রহমান, তানভীর ইসলাম,হুমায়ুন ,সহ ছাত্রলীগ , যুবলীগ ,ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্যারেন্টস অনলাইন শপের চেয়ারম্যান আলহাজ্ব আমির উদ্দিন ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন। ইমাম সাহেব দোয়া করেন । মোনাজাতে প্যারেন্টস গ্রুপকে সফলতা অর্জনের প্রার্থনা করেন । পরবর্তীতে কেক কেটে শুভ উদ্বোধন করেন। কেক,মিষ্টি বিতরণ করে সকল অতিথিদের আপ্যায়ন করা হয়।
প্যারেন্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিবিসি নিউজ টুয়েন্টি ফোর কে জানান, এই গ্রুপের ছয়টি কোম্পানি রয়েছে। এর মধ্যে প্যারেন্টস অনলাইন শপ একটি অন্যতম প্রতিষ্ঠান । এর ওয়েব সাইট হলো:www.parentsonlineshopbd.com
এখানে ইলেক্ট্রনিকস,ফুড ,মেডিসিন, কসমেটিক্স,বাচ্চাদের খেলনা,সেনাটারি, হার্ডওয়্যার আইটেম সহ সকল প্রকার পণ্য হোম ডেলিভারি দেয়া হয়। টাংগাইল পৌরসভার ভিতরে ফ্রি হোম সার্ভিস এবং দূরত্ব অনু্যায়ী চার্জ নিয়ে সারা বাংলাদেশে সার্ভিস দেয়া হয়। www.parentsonlineshopbd.com কে বাংলাদেশের একটি মডেল অনলাইন শপ হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান । তিনি আরো বলেন, বিভিন্ন অফারের মাধ্যমে আমরা পণ্য বিক্রি করব। সকলের কাছে দোয়া চেয়ে সকলকে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।