লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধিঃ বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪.৩০ টায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, বড়ভিটা জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ও জাতীয় পার্টির নেতা লিপটন, দুলাল, মোখলেছার প্রমূখ।