লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখা, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
কিশোরগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সাঈদ সুজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আহবায়ক বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি সদস্য সচিব বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখা মোঃ দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখার নজরুল ইসলাম দুলু।
আহবায়ক ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখার ইবনে সাঈদ সুজন তার বক্তব্যে বলেন,দেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একমাত্র লক্ষ্য। তবে কিছু সমস্যা থাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। যেসব কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে, তা সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সোহেল রানা রাসেল সদস্য সচিব ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখা।