বিবিসিনিউজ২৪,ডেস্কঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী।
গতকাল (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ২০১৯-২০২১ মেয়াদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক বিষয়ক উপকমিটির অনুমোদন দেন।
সাবরিনা চৌধুরী বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি’কে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক বিষয়ক উপকমিটিতে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগে যেভাবে মাঠে-ঘাটে থেকে ছাত্র রাজনীতি করেছি, এখনও সেভাবে দলকে এগিয়ে নিতে সবার দোয়া ও সহযোগিতা চাই।