কামরুল হাসানঃমীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে মাদক ব্যাবসায়ী ফয়সাল (৩৬) পিং মৃত ফজল করিম,থানা -টেকনাফ, কক্সবাজারকে কমলালেবুর মধ্যে ৩৮০ পিচ ইয়াবা সহ আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম জানান, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক ইন্সপেক্টর (অপাঃ) দিনেশ চন্দ্র দাস গুপ্তের নেতৃত্বে এসআই রাজিব পোদ্দার ও অন্যান্য অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সে ইয়াবা ব্যাবসায়ী বলিয়া প্রতীয়মান হওয়ায় তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হইতেছে।