মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে হালদা নদীর উজানস্থল মানিকছড়িতে তামাক চাষীদের বিকল্প জীবিকায়ণ সৃষ্টিতে কৃষকদের নিয়ে উন্নত জাতের আলু চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় হালদার পাড় গোরখানায় ৪০ জন কৃষককে নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় হালদার পাড়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের আলু চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাইন্ডেশন (আইডিএফ)।
এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, এসময় আইডিএফ’র হালদা প্রকল্প ব্যবস্থাপক মো. সজীব হোসেন, জুনিয়র মৎস কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জুনিয়র কৃষি কর্মকর্তা থুইঅংপ্রু মার্মা ও সাংবাদিক মো. রবিউল হোসেন উপস্থিত ছিলেন। পরে তারা তামাক চাষীদের বিকল্প জীবিকায়ণ সৃষ্টিতে ইতিপূর্বে চাষীদের মাঝে বিরতণকৃত উন্নত প্রজাতির ফল রামবুটান, পেঁপে, ড্রাগন ও মাছ চাষের প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান করেন কৃষি কর্মকর্তারা।
উল্লেখ্য যে, এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়নে হালদা পাড়ের মানিকছড়ি অংশে তামাক চাষীদের বিকল্প জীবিকায়ণে কাজ করছে পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)।