প্রেস বিজ্ঞপ্তি ঃ মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারন জনগণকে সচেতন করার লক্ষে হালিশহর থানা ছাত্রলীগ এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর এর আস্থাভাজন চট্টগ্রাম মহানগর যুবলীগের দক্ষ সংগঠক হোসাইন আহমেদ রুবেল এর নির্দেশনায় মাক্স বিতরন করা হয়।
কর্মসূচী”তে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান,আবির হোসেন হালিশহর থানা ছাত্রলীগ নেতা আরবার হোসেন,মাহমুদুল হাসান,তানভীর ইসলাম,ইমন ভূইয়া,ফাহাদ সম্্রাট, শহীদ আফ্রীদি,সীমান্ত রহমান,আশরাফ আরাফাত নীরব,ইকরামুল আদিব,সাওয়াফ সাকিব,ইফাজ সাজির,গাজী আরাফাত, আবদুর রহমান, মিনহাজ,ইমন সাজিক সহ আরো অনেকেই।