পারভেজ হোসেন,লংগদু প্রতিনিধি, এবার লংগদুতে প্রকাশ পেলো “প্রিয় রাঙ্গামটি “নামে সামাজিক সেবা মূলক সংগঠন। এর আগে এই সংগঠনটি রাঙ্গামটিতে বিভিন্ন সময় বিভিন্ন সেবা মূলক কাজ করেছে রাঙ্গামাটিতে। রক্তদান কর্মসূচি, রাঙ্গামাটিতে ঘটে যাওয়া রিদয় বিধায়ক ভূমিধ্বসেও অসহায় মানুষের পাশে দারিয়েছে এই সংঘঠনটি।
এছাড়াও সদা সর্বদা মানব সেবায় নিয়োজিত এই সংঘটনের কর্মীবৃন্দ। গরিব অসহায় শিক্ষার্থীর খরচ বহন, অনাহারীর মুখে খাবার যোগান, বাল্য বিবাহ রোধ, শহর পরিস্কার,বৃক্ষরোপন সহ নানা উন্নয়ন মূলক কাজে জরিতো আছে এই সামাজিক সংগঠন। আর এই ধারাবাহিকতা বজায় রাখতে গত ২৩ তারিখে এই সংগঠনের শাখা কমিটি অনুমোধন দেয় লংগদু উপজেলাতে।
নব গঠিত এই কমিটির সভাপতি নুরুল ইসলামের সাথে কথা বল্লে তিনি জানান এমন সামাজিক সংগঠনের সদস্য হতে পেরে ও সমাজের অসহায মানুষের সাহায্য করতে পারবে বলে নিজেকে ভাগ্যবান মনে করছেন, তাদের পরবর্তী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলে বর্তমান করোনা পরিস্থিতিতে মাক্স বিতরন ও শীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন নিয়ে ভাবছেন তারা। এবং পরবর্তীতে অসহায় শিক্ষার্থীর শিক্ষা সরঞ্জাম বিতরন ও বাল্যবিবাহ রোধে কাজ করবেন তারা। এছাড়াও প্রকৃতি দূর্যোগ ও সমাজের যে কোন উন্নয়ন মূলক কাজে নিজেদের নিয়জিত রাখবে তারা।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাদেক হোসেন বলেন, “নতুন প্রজন্মকে সাথে নিয়ে গড়া এই কমিটির সকলকেই অভিনন্দন, সমাজের কাজে ‘প্রিয় রাঙামাটি’র লংগদু উপজেলা কমিটিকে সবসময়ই পাশে থেকে সহযোগিতা করে যাবো”।
সংগঠনের ব্যাপারে সাবেক লংগদু কলেজ ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক নেছার উদ্দীন হৃদয় জানান তিনি এই সংগঠনের সামাজিক উন্নয়ন সম্পর্কে আগে থেকেই অবগত এবং ভবিষ্যৎতে দেশ ও সমাজ উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার জানান তার উপজেলায় এমন একটি সংগঠন পেয়ে তিনি খুবি আনন্দিত,এবং সর্বদা এই সংগঠনের পাশে থাকবেন।এরই মধ্য জন মহলে ব্যাপক সাড়া জাগিয়েছেন “প্রিয় রাঙ্গামটি” নামে এই সামাজিক সংগঠন।