এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ‘গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন’ কালিয়াকৈর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার। উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা প্রফেসর এম ই এইচ আরিফ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এসোসিয়েশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ হাবিবুর রহমান।
এসোসিয়েশন এর আহবায়ক নূর মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান মাষ্টার, মোঃ আজিজুল ইসলাম মানু, এম তুষারী, বসির উদ্দিন ,আজহারুল ইসলাম লিখন, জহিরুল ইসলাম, আব্দুল মান্নান , মোঃ সুজন মাহমুদসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান।
প্রধান আলোচক প্রফেসর এম ই এইচ আরিফ বলেন, ” করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে কিন্ডারগার্টেনসহ অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকগণ মানবেতর জীবনযাপন করছে। অনেক শিক্ষকের অবস্থা খুবই দুর্বিষহ। এ মুহূর্তে আমাদের সংগঠিত হওয়া খুবই প্রয়োজন। আমাদের এ সংগঠনটি হবে মানবতার সংগঠন। ব্যক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের কল্যাণ বয়ে আনবে উক্ত এসোসিয়েশন। এমনটাই প্রত্যাশা এসোসিয়েশন নেতৃবৃন্দের কাছে।” বক্তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানান।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনিসুর রহমান মাষ্টার বলেন, ‘ যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করেন তাদের নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়াটাই দুষ্কর। কারণ তাদের নির্ভরযোগ্য কোনো পরিচিতি নেই। করোনাকালীন দীর্ঘ বন্ধে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কত শিক্ষক মানবেতর জীবন কাটাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। তাই আমরা এসোসিয়েশনের মাধ্যমে সরকারের কাছে ব্যক্তিমালিকাধীন এসব প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখার আবেদন জানাবো। আমাদের দাবিদাওয়া উত্থাপন করবো।”
মোঃ আনোয়ার আজাদ ও এডভোকেট মোঃ আবুল হাশেম এর সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি হিসেবে নূর মোহাম্মদ মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার আজাদ কে মনোনীত করা হয়েছে।