শুভাশীষ দাশ,প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃ খাগড়াছড়ির রামগড়ে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্প আশ্রয়ন -২ এর নির্মাণ কাজের
উদ্ভোধন হয়েছে।
আজ রোববার (২২শে নভেম্বর) বিকেলে রামগড় উপজেলা সদর থেকে বার কিলোমিটার দুরে ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হতীর খেদায়, সরকারী খাস জমিতে আশ্রয়ন প্রকল্পের কাজের
উদ্ভোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী ও উপজেলা নির্বাহি কর্মকত্তা মু.মামুদ উল্লাহ মারুফ।
আশ্রয়ন প্রকল্পের কাজের উদ্ভোধনের সময় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী বলেন,”আশ্রয়নের অধিকার শেখ হাছিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে রামগড় উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের
জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে, ধাপে ধাপে সরকার সকল ভুমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদানের জন্য কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহি কর্মকত্তা মু.মামুদ উল্লাহ মারুফ জানান,দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় রামগড় উপজেলায় মুজিব শত বর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় ভুমিহীনদের দশটি বসত ঘর নির্মান করে দিচ্ছে। যা আগামী ১৫ই ডিসেম্বর গৃহহীনদের প্রদান করা হবে।
রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকত্তা মোঃ মনসুর আলী জানান, মুজিব শত বর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন,ও গৃহহীনদের গৃহপ্রদান আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দশটি আধাপাকা টিনশেড ঘর তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা।আগামী ১৫ই ডিসেম্বরের আগে ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান।
এ সময় উপস্হিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজীব কান্তি রুদ্র,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকত্তা মোঃ সামসুজ্জামান,১নং রামগড় ইউ পি চেয়ারম্যান শাহআলম মজুমদার,ও গনমাধ্যম কর্মীরা।