আসিফুল আলম রিদয়ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অন্যতম প্রতিভাবান গায়িকা প্রিয়া ভৌমিক । তার গায়কীর ভক্ত বিভিন্ন প্রজন্মের শ্রোতা। দীর্ঘ দিন ধরে দক্ষতার সঙ্গে গান করে আসছেন এই উদীয়মান শিল্পী।
এই ঈদে রোমো রোমিওর কথা,সুর ও সংগীত আয়োজনে প্রিয়া ভৌমিকের কণ্ঠে আসছে নতুন গান ‘মনের মাঝি’।
এই গানটি প্রকাশ করছে দেশের জনপ্রিয় সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জে রেকর্ডস । ঈদের আগেই জে রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে গানটি। এছাড়াও গানটি বিভিন্ন জনপ্রিয় সাইটে পাওয়া যাবে ।
গানটি নিয়ে প্রিয়া বলেন, এটি একটি মেলোডি গান। সেই সাথে সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আমি চেষ্টা করেছি ভালোভাবে কণ্ঠে ধারণ করার। আশা করছি শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে।
অন্যদিকে রোমিও বলেন, প্রিয়া ভৌমিক দারুণ করেন । তার সাথে এটি আমার প্রথম কাজ। ‘মনের মাঝি’ শিরোনামের গানটি আমি অনেক যত্ন করে লিখেছি, সুর করেছি ও কম্পোজিশন করেছি। আশা করছি তার অসাধারণ কন্ঠে গানটি সবার ভাল লাগবে ।