বিনোদন ডেস্ক ঃ পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলিউড অভিনেতা বণরীব কাপুরকে। বাড়িতে থাকা দুটি কুকুরের একটি তার মুখে কামড় দেয়। পরে দ্রুত তিনি হাসপাতালে যান।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজর প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে রণবীরকে কামড় দেয় কুকুর। লকডাউনে মধ্যে চুপিচুপি ডাক্তারের কাছে যান তিনি। তা সত্ত্বেও বিষয়টি কিছু লোকজনের নজরে আসে। অনেকে মনে করেছিলেন কোভিড-১৯ পরীক্ষা করতেই তিনি হাসপাতালে গেছেন। পরে জানা যায়, তিনি কুকুরের কামড় খেয়েছেন। পোষ্যকে আদর করতে গিয়েই নাকি রণবীরকে কুকুরের কামড় খেতে হয়েছে।