বিবিসিনিউজ২৪,ডেস্কঃ খুলনায় কোরনায় আর্থিক ভাবে বিপর্যস্ত ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ এস এমই ফোরাম খুলনা শাখা।
১৬ জুন দুপুরে বাংলাদেশ এস এমই ফোরাম খুলনা জেলার হয়ে জেলা প্রশাসক,বিসিক জেলা কর্মকর্তা, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে ক্ষুদ্র ওপ্রান্তিক উদ্যোক্তাদের সমন্বয়ের মাধ্যমে প্রস্তাবিত বাংলাদেশ এস এমই ফোরাম এর ১১ দফা দাবি উপস্থাপন করেন, খুলনা জেলা সমন্বয়কারী আঞ্জুমান আরা মুন্নী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ এস এমই ফোরাম এর অতিরিক্ত সমন্বয়কারী গুলশান আরা জুলি,যুগ্ম সমন্বয়কারী শরিফুল হাসান টিটু সহ আরো অন্যান্য সদস্যবিন্দু।১৭ জুন খুলনার জনপ্রিয় দৈনিক পূর্বাঞ্চল এবং দৈনিক জন্মভূমি পএিকায় তাদের এ কার্যক্রম তুলে ধরেন।
আঞ্জুমান আরা মুন্নী খুলনা জেলা এস এমই ফোরাম এর সমন্বয়কারী পাশাপাশি তিনি গ্লোরিয়াস স্কিন কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের স্বতাধীকারী, জাগো নারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের একজন সার্টিফাইড এসেসর।
তিনি জানান বাংলাদেশ এস এমই ফোরাম এর সভাপতি এবং প্রতিষ্ঠাতা চাষি মামুন কোরনার মত ভয়াবহ সকল দূর্যোগে টিকে থাকতে দেশের প্রান্তিক উদ্যোক্তা সহ সকল সি এম এস এমই দের বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের পাশাপাশি তাদের মনে সাহস সঞ্চারন করে যাচ্ছে।