বিবেক বড়ুয়া দক্ষিণ কোরিয়াঃ উত্তর কোরিয়া রাষ্ট্রনায়ক কিম জং_উন। কিম জং উন উনার হার্টের সমস্যা ছিল,গত কিছুদিন আগে অসুস্থ হয়েছেন।
দুই এক দিন আগেই ওনার হার্টের অপারেশন হয়েছে। তবে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত টিভি চ্যানেল এস কে এস টিভি হংকং, অর্থাৎ হংকং স্যাটেলাইট টিভি।
চ্যানেলটির উপ-পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তবে অন্য কোন আন্তর্জাতিক গণমাধ্যম উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং_উন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নি।
বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এস কে এস টিভি হংকং স্যাটেলাইট টেলিভিশনের একজন উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটে তার এক কোটি ৫0 লক্ষ অনুসারীকে ‘নিরেট উৎস’ থেকে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
এদিকে আবার অন্য কেউ বলছেন অন্যকিছু অসুস্থতায় মারা গেছেন। তবে কি ধরনের অসুস্থতার কারণে উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিং জং উন এর মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
হংকং স্যাটেলাইট চ্যানেলটির উপ-পরিচালক চীনের পররাষ্ট্রমন্ত্রীর একজন ভাতিজি। কিং জং উন করুনা ভাইরাসে সংক্রমিত ও চিকিৎসা দিতে চীন থেকে মেডিকেল টিম পাঠিয়েছে।কিং জং উন এর মৃত্যুর খবর নিরপেক্ষ অন্য কোনো গণমাধ্যম থেকে নিশ্চিত করা এখনো যায়নি।
তবে দক্ষিণ কোরিয়া বলছে উনি যদি মারাও যান তাহলে সেটা গোপন রাখা হবে। তার কারণ হচ্ছে উত্তর কোরিয়া একতন্ত্র হওয়ার কারণে কিং জং উনের বোনের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলে কিং জং উন যদি মারা গিয়ে থাকেন তাহলে বিষয়টি সবাই জানতে পারবে। আপাতত এখন কিছু গণমাধ্যমে বলবে না।
গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শরীরের অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছিল চীন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে কিং জং উন এর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য সার্বক্ষণিক নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে কিং জং উনের রোগাক্রান্ত ব্যাপারে আমেরিকা প্রশাসনের কাছে কোন সুনির্দিষ্ট সঠিক তথ্য নেই বলেছেন।
গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। সেই দিনের তার উপস্থিতির ভিডিও উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল।
গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে হাটের জটিল অপারেশনের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং-উনের অবস্থা খুবই গুরুতর।এটা দাবি করেছিল এখানকার অর্থাৎ দক্ষিণ কোরিয়া সংবাদপত্র ডেইলি এনকে ও টুইটার। সিএনএন-এর একটি প্রতিবেদনে ও দাবি করা হচ্ছে কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
সর্বশেষে এই বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছে উত্তর কোরিয়া।
সূত্র হংকং টিভিও
দক্ষিণ কোরিয়া টুইটার।