ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর) থেকেঃ বিশ্ব ভালবাসা দিবস আজ। ভাল বাসা দিবস উপলক্ষে এবছর ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বুধবার পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে এ অঞ্চলের ফুলের জনক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সমিতির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন। যা বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ সারা দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা শহরে ইতিমধ্যে পৌছে গেছে। আজ বিশ্ব ভালবাসা দিবস। হ্যাপি ভ্যালেনটাইন্ ডে।
হৃদয়ের অলিন্দ নিলয় সঞ্চিত সবটুকু ভালবাসা নিঃশেষে তোমাকে দিয়ে আজ আমি নিঃস্ব। তোমার ভালবাসায় আমি আজ হারাতে পারি সর্বস্ব। অথবা যে কথা চাঁদ বলেছে আকাশকে, নদী বলেছে সাগরকে, ভ্রমর বলেছে ফুলকে, আর আমি বলেছি তোমাকে ভালবাসি ভালবাসি ভালবাসি………।
অথবা ভালবাসা মানে ব্যপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতরে বাইরে দূ’জনের এক সাথে হাতে হাত রেখে হেটে যাওয়া। এ ধরনের আবেগ মিশ্রিত প্রেমের কথা আজ সারা বিশ্বের তরুন-তরুনীরা জানাবে তাদের হৃদয়ের ভালবাসার মানুষটিকে, পিতা-মাতা জানাবে তাদের আদরের সন্তানদেরকে, সন্তানরা জানাবে তাদের প্রিয় পিতা-মাতাকে।
আজ ১৪ই ফেব্রæয়ারী বিশ্ব ভালবাসা দিবস-হ্যাপি ভ্যালেনটাইনস্ ডে। চেতনার প্রথম উন্মেষে একটি অনুভূতিই সম্ভবত আত্মাকে পাগল করে তুলেছিল। তা হ’ল নর-নারীর পরস্পরের প্রতি আকর্ষন। যে আকর্ষনই হল উত্তাল প্রেম বা ভালবাসা। বাংলাদেশে ভ্যালেনটাইনস্ ডে পালন শুরু হয় ১৯৯০-১৯৯১ সালের দিকে।
সে বছরই এই দিবসটি ঘটা করে পালনের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাতে গঠিত হয় ভালবাসা দিবস উদযাপন পরিষদ। ইতিহাস ঐতিহ্য থেকে জানাগেছে, ২৭০ সালের দিকে রোমের একজন যাজক ছিলেন সেন্ট ভ্যালেনটাইন। সে সময় রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস একটি খোঁড়া অজুহাত দেখিয়ে বিবাহ প্রথা পুরোপুরি বন্ধ করে দেয়।
তখন ভ্যালেনটাইনস্ গোপনে যার যার ভালবাসার মানুষের সাথে তাদের বিবাহ দিতে শুরু করলেন। ঘটনা জানাজানি হলে সম্রাট ২৭০ সালের ১৪ই ফেব্রæয়ারী ভ্যালেনটাইনস্কে তার নিজস্ব বাহিনী দিয়ে ধরে এনে হত্যা করে। আর তখন থেকে বিশ্বের প্রেমিক-প্রেমিকারা দিবসটিকে ভ্যালেনটাইনস্ ডে হিসেবে পালন করে আসছে।
তাই বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রæয়ারী পালনের লক্ষে দেশের সবচেয়ে বড় (ফুলের বাজার ফুলের রাজধানী খ্যাত) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালীকে সরেজমিনে গেলে বৃহস্পতিবার পর্যন্ত গোলাপ, জারবেরা , গø¬াডিউলাক্স , গাঁদা, ভুট্টা সেমি ডাবল বা গঙ্গাজলী রজণী চাহিদানুযায়ী প্রায় ২০ কোটি টাকার পাইকারী বিভিন্ন প্রকার ফুল বেচাকেনা হয়েছে বলে গদখালী এলাকার ফুলের জনক শের আলী সরদার, ফুলচাষী ইসমাইল হোসেন, আব্দুল মালেক ও ইয়ানুর রহমান জানিয়েছেন।
এসময় ফুল ইতিমধ্যে রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। ভালাবাসা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন বিভিন্ন কর্মসুচি ঘোষনা করেছে।