চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম-৮ এর উপ-নির্বাচনে চাঁন্দগাও মোহরা এলাকায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইবিএম) পদ্ধতিতে নিরাপদে ভোট দিতে পেরে খুব আনন্দিত ৮৬ বছরের বৃদ্ধা মাতা আনোয়ারা বেগম।
১৩ জানুয়ারি চট্টগ্রাম- ৮ এর (বোয়ালখালী-চাঁন্দগাও) উপ- নির্বাচনে ভোট চলা কালীন চাঁন্দগাও মোহরা এলাকায় ” সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ” ভোট কেন্দ্রে নিজ সন্তান এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’এর ১ম সহসভাপতি পুত্র এম এ সালাম কে নিয়ে ভোট দিতে এসে উপস্থিত অন্যান্য ভোটারদের তার এ আনন্দের কথা জানান।এবং নাগরিক দায়িত্বে মাকে সাহায্য করতে পেরে খুব গর্বিত বলে মনে করেন পুত্র এম এ সালাম।
আনোয়ারা বেগম মনে করেন ভোট প্রদানের ক্ষেত্রে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইবিএম) পদ্ধতিতে ভোট প্রদান করা খুব সহজ এবং নিরাপদ।