প্রেস বিজ্ঞপ্তি ঃ গত ০৩/১২/২০১৯ খ্রিঃ রাত ১০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে পথচারীকে থামিয়ে মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতঃ ১) মোঃ মেহেরাজ রহমান রাকিব (১৯), পিতা- আব্দুর রহমান রকি, সৎ পিতা- মোঃ রুবেল, মাতা- রাশেদা বেগম রাসু, সাং- চেয়ারম্যান ঘাটা, এবি দাশ লেইন, মোক্তার সওদাগরের কলোনী, মহিউদ্দিনের বাড়ি, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম, বর্তমানে- তুলাতলী, লিজা বিল্ডিং, ৩য় তলা, ১নং বাসা, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম, ২) মোঃ রানা (১৯), পিতা- মোঃ আলমগীর, মাতা- রিনা বেগম, সাংÑ মোল্লা পাড়া, মোক্তার কমিশনারের বাড়ি, থানা- লবণচড়া, জেলা- খুলনা, বর্তমানে- আলকরণ, নগর ক্লাবের পরে, দোভাষ কলোনী, মামুন সাহেবের ভাড়াটিয়া, থানা- সদরঘাট, চট্টগ্রাম, ৩) মোঃ মিরাজ হোসেন (১৯), পিতা- মোঃ জামাল হোসেন, মাতা- কামরুন নাহার, সাং- ফিরিঙ্গী বাজার, ৩৩ নং বংশাল রোড, সিপিডিএল বিল্ডিং সংলগ্ন পুলের পাশে, শাহজাহান ড্রাইভারের বাড়ি, থানা- কোতোয়ালী, চট্টগ্রাম।
ভিকটিম মো. নাছির (২০) কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ রিফাত রেক্সিন নামের দোকানে চাকরি করেন। মঙ্গলবার রাতে ডিউটি শেষে পটিয়ায় নিজের বাড়িতে যাওয়ার পথে নাছির ও তার বন্ধু আরমানের পথরোধ করে গ্রেফতারকৃতরা। এ সময় কিলঘুষি মেরে ও ভয়-ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ায় চেষ্টা করে তারা। তখন ঘটনাস্থলের কিছুটা সামনে থাকা নাছির ও আরমানের দুই বন্ধু শাহজাহান ও সাইফুলসহ অন্য পথচারীরা এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে। পরবর্তীতে সংবাদ পেয়ে দ্রুত কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ০৩জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।