প্রেস বিজ্ঞপ্তি ঃ বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন পাহাড়তলী কলেজের সামনে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি সক্রিয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ সহ ০১ জনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ঃ ওয়াকিল হোসেন বগা (২৮), পিতা-মোহাম্মদ জাবেদ, ওয়ারলেস কলোনি, ২ নং লেইন, জাভেদ এর বাসা, খুলশী, চট্টগ্রাম ।
গত ০২/১২/১৯ তারিখ রাত ৮.০০ ঘটিকার সময় খুলশী থানাধীন পাহাড়তলী কলেজের সামনে হতে তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী এবং চাঁদাবাজ ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগা (২৮)’কে একটি দেশীয় তৈরি সক্রিয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ সহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে খুলশী থানায় বিস্ফোরক দ্রব্যের মামলা, বিশেষ ক্ষমতা আইনে মামলা, মারামারি, ডাকাতি মামলা, মাদকদ্রব্য আইনে মামলা সহ সর্বমোট ১৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী খুলশী থানা এলাকায় তথা ১৩ নং ওয়ার্র্ডের চাঁদাবাজ এবং সন্ত্রাসী হিসেবে কুখ্যাতি রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে