মোঃ সাইফুল ইসলাম(নাদিম) : মহাবীর তুমি সুপুরুষ, তুমি লক্ষ্যকোটি জনতার সম্মান আলোর দিশারী তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তোমার বুকের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ
বন্দুকের গুলিতে লুটিছে অবুঝ শিশুর প্রাণ।
সুনেছি তোমার বুকফাটা ঘুম ভাঙ্গানি গর্জন
তোমার ডাকে জীবন বিলিয়ে স্বাধীনতা হয়ছে অর্জন। বারংবার গিয়েছো কারাগারে স্বাধীনতা চাহীয়া লাল সবুজের পতাকা হাওয়ায় দোলে তোমায় গাহিয়া।
বিলিয়ে দিয়ে সবটুকু, তুমি স্বাধীনতা এনেদিলে
জীবনের মায়া ছারি,স্বার্থের ঝুড়ি নাহি নিলে।
আবার উঠিছে দুলিয়া ফসলের মাঠ
হাজার নৌকার ভিরে জোমেছে নদীর ঘাট।
রেখেছি তোমারে বুকের গভীরে অজস্র ফুলে ঘিরে
অম্লান বদন তুমি চেতনায় পাই ফিরে ফিরে।
আজও বাতাসে ভাসে তোমার চেতনার গান
বিশ্বের বিস্ময় তুমি, শেখ মুজিবর রহমান।
লালবৃত্তটি তোমার বুকের রক্তে হোয়েছে অংকন
সুনেছি তোমার বুকফাটা ঘুম ভাঙ্গানি গর্জন।