মোঃ রুবেল মিয়া, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অদ্য ০২.১২.২০১৯ খ্রি. পুলিশ সুপার, জামালপুর জনাব মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে দেওয়ানগঞ্জ সার্কেল ও অফিসার-ইন-চার্জ।
দেওয়ানগঞ্জ মডেল থানার এর তত্ত্বাবধানে তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ ফরহাদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানাধীন তারাটিয়া সাকিনস্থ মোঃ মতিউর রহমান এর নার্সারী বাগানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসাইয়া মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য যানবাহন তল্লাশীকালে ১৬.০৫ ঘটিকার সময়
ব্যাটারী চালিত অটোরিক্সা দিয়ে রৌমারী হতে বকশীগঞ্জে যাওয়ার সময় উক্ত অটোরিক্সা তল্লাশী করে অটোরিক্সার পিছনের সিটে বাম পার্শ্বে বসা আসামী মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা-আবুল হাসেম, গ্রাম-চর বামনেরচর, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করেন এবং তার পরিহিত কালো জ্যাকেটের সম্মুখে বামপার্শ্বে ভিতর পকেট এবং পরিহিত আন্ডার ওয়্যার (জাঙ্গিয়া) সামনে পকেট হতে ৩৭টি এয়ার টাইট জিপার প্যাকেট এর প্রতি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ৭৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২২,২০,০০০/- (বাইশ লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করেন। দৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।