এদিকে উপজেলা প্রশাসন কতৃক কয়েকদিন ধরে ঝুঁকিপূর্ণ স্থান গুলোকে চিহ্নিত করে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রের নিয়ে যাওয়া হচ্ছে । রুমা সদর ইউনিয়ন, রুমা প্রাইমারি স্কুল আশ্রয় কেন্দ্রের রুমা প্রাইমারি আবাসিক ছাত্র /ছাত্রী সহ আনুমানিক ১০/১৫ পরিবার ইতিমধ্যেই অবস্থান করেছে । আশ্রয়দের জন্য উপজেলা প্রশাসন কতৃক কিছু শুকনো খাবার ব্যবস্থা ইতিমধ্যেই চাউল, ডাল,মুড়ি,সরিষা তেল,চিনি, লবন, চিড়া ,বেলাবিস্কুত বিতরন করা হয়েছে । আরো একদিকে বিদুৎবিহীন মোবাইলের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন । কিছুটা পানি কমে আসলেও বৃষ্টির না থামায় চারিদিকে পাহাড় ধ্বস পড়ার সহ পাহাড়ের জুম চাষিদের জুম ভাঙন ধরার সম্ভাবনাই থেকে যাই ।