আছানুল হকঃসোমবার বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সকালে বিজয়ের হাসি মুখে নিয়ে দিন শুরু করেন কুষ্টিয়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ।
দিনের শুরুতেই জনতার স্রোত নিয়ে পথ যাত্রা শুরু করেন তিনি। নির্বাচনী আসনেই বোন নীলিমা ইসলামের বাড়িতে শুভেচ্ছা বিনময় করেন বাদশাহ।
এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়নের প্রয়াসে দৌলতপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হন সরওয়ার জাহান। প্রথম দিনের শুভেচ্ছা বিনিময়ে উপজেলাটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে আতিথেয়তায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার নজরুল ইসলাম, একই সংগঠনের আরেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, দৌলতপুর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন নেতা সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ছাত্রলীগ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ‘নৌকা’ প্রতীকের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি সরদার তৌহিদুল ইসলাম।
নয়া এই এমপির সাথে সাওয়ার হন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সহ নেতা কর্মি বৃন্দ ।