মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম জেলার ২ টি আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনে ১৭৫ টি ভোট কেন্দ্র। সব কেন্দ্রর চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন আওয়ামীলীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন। তিনি মোট ২লাখ ২৫ হাজার ৭শ’ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ মার্কায় ১ লাখ ২৭হাজার ১শ ৭ ভোট পেয়ে পরাজিত হোন।
ঠাকুরগাঁও-২ আসনে ১০৪ টি কেন্দ্র। সর্বোমোট কেন্দ্র’র চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সপ্তমবারের মত জয়লাভ করেন আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব দবিরুল ইসলাম। তিনি মোট ২লাখ ২৩ হাজার ৬শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির-জামাতের আব্দুল হাকিম ধানের শীষ মার্কায় ভোট পেয়েছেন ১৫ হাজার ৬শ ৩৮।
ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির জাহেদুর রহমান ৮৮ ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোটরগাড়ি মার্কায় ভোট পেয়েছেন ৮৪ হাজার ৫৮০ ভোট।