বিবিসিনিউজ২৪,ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়কে বিজয়ের মাসে বাঙালি জাতির অন্যতম বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে আরও পাঁচ বছর কাজ করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
আজ সোমবার সকালে গণভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল পুননির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এলে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি আবারও বলবো একটা কথা যে, ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না, বা এটা দিয়ে আমার কিছু না। আমি মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের কল্যাণ করা এবং সেটাই একমাত্র লক্ষ্য আমার। কারণ যে কাজটা আমার বাবা করে যেতে পারেননি, তার এ প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের প্রিয় মানুষগুলো তাদের জন্য তিনি সবসময় যে চিন্তা করতেন এবং তিনি এ দেশটাকে গড়ে তুলতে চেয়েছিলেন একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে। এই নির্বাচনের মধ্য দিয়ে যখন আরও পাঁচটা বছর হাতে সময় পেলাম অন্তত কাজগুলো করতে পারবো।’
এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ডিসেম্বর মাস, আজকে শেষ হয়ে যাবে। আগামীকাল নববর্ষ, সবাইকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর বিজয়ের মাসে আরেকটি বিজয় বাঙালির জন্য এসেছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিজয় শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ আরো অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।সূত্রঃআমাদের সময়