বিবিসিনিউজ২৪,ডেস্ক ঃ রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার রাত ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা এনামুল হাবীব হুসেইন মুহম্মদ এরশাদকে জয়ী ঘোষণা করেন।
রংপুর সদর আসনে ১৭৫টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে জাপা চেয়ারম্যান এরশাদ (লাঙ্গল) পান ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী পিপলস পার্টির রিটা রহমান (ধানের শীষ) পান ৫৩ হাজার ৮৯ ভোট।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।