বিবিসিনিউজ২৪,ডেস্কঃ সারাদেশের মানুষ ভোট দিতে পারলে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন মির্জা ফখরুল। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই মানুষ ভোট দিক। ঠাকুরগাঁওয়ে মানুষ যেভাবে ভোট দিচ্ছে, সারাদেশের মানুষ এভাবে ভোট দিতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।’
এর আগে রোববার সকাল ৮টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোট ঘিরে এখন পর্যন্ত দেশের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
দলীয় সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে নানা শঙ্কা ও উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত তা ভোট উৎসবে রূপ নেবে বলেই সবার প্রত্যাশা। উৎসব নির্বিঘ্ন করতে দেশজুড়ে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।