বিবিসিনিউজ২৪,ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া (চট্টগ্রাম-১২) আসনে আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোট ১১১ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮ ভোট। এমএ মতিন পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট।