বিবিসিনিউজ২৪,ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ আসনের ১০৪টি কেন্দ্রের ৩ লাখ ১৫ হাজার ৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।