বিবিসিনিউজ২৪,ডেস্ক ঃ আসন্ন সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে টাইম ম্যাগাজিন ও দ্য গার্ডিয়ান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী এ দুই গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। শেখ হাসিনাকে ‘বাংলাদেশের লৌহ মানবী’ আখ্যায়িত করে টাইম ম্যাগাজিনের খবরে বলা হয়, আগামী রবিবারের নির্বাচনে জিতে রেকর্ড চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা।
কারণ গত দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকা- এবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকেই বেছে নিতে ভোটারদের উৎসাহিত করবে। যদিও বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সফলতা নিয়ে শেখ হাসিনার সমালোচকদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে গার্ডিয়ানের প্রতিবেদনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের জয়ের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়। এতে বলা হয়, রক্তক্ষয়ী নির্বাচনী প্রচারের পরও শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার পক্ষে পরিস্থিতি অনুকূল রয়েছে।
বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে তুলে এনেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা আশা করছেন, ১০ কোটি ভোটার সহিংসতাকে ঘৃণা করে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতির দিকে গুরুত্ব দেবেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে মাথাপিছু আয় তিনগুণ বেড়ে যাওয়া ও গত এক দশকে বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হয়েছে। এ প্রবৃদ্ধির বেশিরভাগই এসেছে দেশের ২০ বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস ব্যবসা থেকে। যেখানে ৪৫ লাখ মানুষ কাজ করেন।
এ খাতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বেড়েছে। মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুবিধা বাড়ায় গড় আয়ু ৭২ বছর হয়েছে, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। উভয় প্রতিবেদনেই নানা বিষয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনাও করা হয়েছে। এ ক্ষেত্রে বিরোধী রাজনীতিকদের বেশ কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়। সূত্রঃ আমাদের সময়
Leave a Reply