ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ তথা ১৪ দল মনোনীত নৌকার প্রার্থী এড মুস্তফা লুৎফুল্লাহকে নৌকা প্রতিকের বিজয়ী করার লক্ষে সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ই ডিসেম্বর) বিকালে স্থানীয় নেতাদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত জনসভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আমজাদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুগ্ন আহবায়ক রেজানুজ্জামান লিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যানগণ শেখ ইমরান হোসেন, মাস্টার নূরুল ইসলাম, এসএম আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, আসলাম খান, গাজী মাহবুবুর রহমান মফে, রবিউল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু সুপ্রভাত চৌধুরী, ইউপি সদস্যগন কামরুজ্জামান, হাশেম আলী, নূরুল ইসলাম, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম, লিয়াকত গাজী, আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, সহ সভাপতি মাস্টার আলমগীর আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply