বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃ সেনাবাহিনী মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় ঐক্যফ্রণ্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘আশা করি-সেনা মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে, যা আগে ছিল না। সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে না। সশস্ত্র বাহিনী দেশের মানুষের সেবায় নিয়োজিত। গুটিকয়েক মানুষের জন্য সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া উচিত না।’ বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীর উচিত সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ইতিবাচক ভূমিকা রাখা।’ আসন্ন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিবের আশা, দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনভাবেই ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত; কোনও ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ণ হতে পারে না।