এস এম আল আমিন পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় ১ আসনের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কাকে বিজয়ি করার লক্ষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচারনা ও সমাবেশ করে যাচ্ছেন মহাজোট মনোনিত নৌকা মার্কার প্রার্থী জন নেতা আল হাজ্ব মো:মজাহারুল হক প্রধান ।
অদ্য ২৪ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ৫ ঘটিকার সময় বুড়াবুড়ি ইউনিয়নে শিলাইকুটি বাজারে নৌকা মার্কার জনসেবা হয় । উক্ত জন সেবায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর সকল শ্রেনীর নেতাগন ও সাধারন জনগন ।