বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃ চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক চৌধুরীর সমর্থনে বাঁশের তৈরি একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে পটিয়ার হাইদগাঁও ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে।পটিয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরী বলেন, এটি একটি নাশকতামুলক কর্মকান্ড। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে দাবি করবো এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার।
তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা লাল-সবুজ কাপড়ে দিয়ে একটি নৌকা করে যাতে তৈরি জাতীয় পতাকাও ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে আগুন লাগিয়ে দেয়।