বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃ চট্টগ্রাম-১০ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের বাড়িতে গুলি ও ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের চান্দগাঁও আবাসিকের ৮ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আবু সুফিয়ানের ব্যাক্তিগত সহকারী মো. মাহবুব বিবিসিনিউজ২৪ কে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক এসে আবু সুফিয়ান সাহেবের বাড়ি লক্ষ করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
তবে এতে কেউ হতাহত হয়নি। আবাসিক এলাকায় এমন ঘটনায় চারপাশে থমথমে অবস্থা বিরাজ করছে।’
তবে এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বিবিসিনিউজ২৪ কে বলেন, ‘খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। তাদের পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটানোর দাবি করা হলেও তেমন কিছু ঘটেছে বলে মনে হয় না। ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কে বা কারা হামলা চালিয়েছে, আমরা তা তদন্ত করে দেখছি।’