ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযানে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জি আর-৭১/১৭ এর আসামী কুড়কাহুনিয়া গ্রামের মৃত মকবুল মোড়লের ছেলে সামছুর রহমান (৩৭)কে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এসআই সঞ্জীব সমদ্দার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় সিআর-২৪০/১২- এর আসামী প্রতাপনগর গ্রামের মৃত হাজিরুদ্দীন মোড়লের ছেলে আব্দুল হাই মোড়ল (২৮) কে প্রতাপনগর গ্রাম থেকে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই কবীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬৯/১৭-এর আসামী বাসুখালী গ্রামের তাইজুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক(২৬)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬৯/১৭-এর আসামী মধ্যম একসরা গ্রামের আনসার সানার ছেলে কামরুল সানা (২৬)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।