ফিরোজ জোয়ার্দ্দার-সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় পুলিশের মহড়া মাদক বিরোধী
বিশেষ অভিযান ও ডিউটি পরিচালনাকালে কালিগঞ্জ থানা এলাকা হইতে জিআর-(২২)১৮ মামলার আসামী দাতপুর গ্রামের শওকত আলীর ছেলে রায়হান, হোসেন (৩৮) এবং সিআর-(৪)১৮ মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী আমিয়ান গ্রামের রঞ্জন ঘোষের ছেলে প্রসেনজিৎ ঘোষ (২২) কে নিজ নিজ বুধবার রাতে বাড়ী থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply