বিবিসিনিউজ২৪ ডেস্ক ঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাস্থ কাট্টলী এলাকায় প্রচারণা চালিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উত্তর কাট্টলী এলাকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দিদারুল আলম নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন ।
এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম।কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনোয়ার উল আলম নোবেল, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহামদ, সহ-সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, মহিলা সম্পাদিকা মিলি চৌধুরী, হারুনুর রশিদ, সবিতা বিশ্বাস প্রমুখ।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ।