ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় টলি চালক মর্মান্তিক আহত হয়েছেন। বুধবার (১২- ই ডিসেম্বর) দুপুরে পৌরসদরের মেন রাস্তার উপর মুরারীকাটি মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে টলি চালক হাফিজুল ইসলাম (২৭) মারাত্বক আহত হয়ে সরকারী হাসপাতালে ভর্তি আছেন।
সে উপজেলার রায়টা মেহমানপুর গ্রামের বাহাদুর সরদারের ছেলে। হাসপাতালে আহত হাফিজুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে নিজ টলিতে ধান বোঁঝায় করে ঝাউডাঙ্গা বাজারে চাতালে নিয়ে যাচ্ছিল বিক্রির করার জন্য। পথিমধ্যে হল মোড় পার হয়ে ওই স্থানে আসলে পিছন দিক আসা দ্রুতগামী একটি পরিবহনের সাইড দিতে গিয়ে ধান বোঁঝায় টলির পিছনে ধাক্কা দেয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ধান বোঁঝায় টলি ঢুকে পড়ে। তাতে তার ডান হাত ভেঙ্গে গিয়ে সারা শরীরে জখম হয়। মারাত্বক আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে কলারোয়া হাসপাতানে ভর্তি করে দেন। বর্তমানে আহত হাফিজুলের অবস্থা আশংকাজনক বলে জানান কর্মরত চিকিৎসক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অঙ্গত পরিবহনের নাম- ঠিকানা জানা সম্ভব হয়নি।