ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত এবং নাশকতা মামলার পলাতকসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ ই ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার প্রতাপনগর গ্রামের মোমতাজ আলীর মোড়লের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোস্তফা মোড়ল (৩২) ও রাজাপুর গ্রামের মৃত শেখ আনছার আলীর ছেলে নাশকতা মামলার পলাতক আসামী মফিজুর রহমান (৫০)। আশাশুনি থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশু, সিনিয়র সহকারী পুলিশ সুপার,
দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে ইং-০৮/১২/১৮ তারিখ দিবাগত রাত্রে আশাশুনি থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদ্বয়দের পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়ে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।