ফিরোজ জোয়ার্দ্দার- ঝিনাইদহ জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১০ই ডিসেম্বর) সকালে তাদেরকে পৃথক অভিযানে আটক করা হয়।
৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কালীগঞ্জ টু কেশবপুর পাকা রাস্তার মোড় জনৈক হৃদয়ের চায়ের দোকানের সামনে থেকে কালীগঞ্জ গ্রামের মৃত নরেন্দ্র নাথ দাসের ছেলো বাবু দাস (৩০)কে বড়ভাট পাড়া থেকে আটক করেন। অপরদিকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ঝিনাইদহ টু হরিনাকুন্ডু রোডের তিলাবোতের মোড় থেকে মহিষাকুন্ডু গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর ইসলাম (২৭)কে আটক করেন।
ঝিনাইদহ ডিবি অফিস সূত্রে জানা যায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আটক মাদক ব্যবসায়ীদের পৃথক স্থান থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply